আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫-এর কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (১২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায়। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ডাকসু ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ডাকসু কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি।

সভায় ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত থাকবেন। কার্যনির্বাহী পরিষদের এ বৈঠকে ডাকসুর মৌলিক কার্যক্রম ও চলমান প্রশাসনিক বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমের সম্প্রসারণ, এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে শৃঙ্খলা ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডাকসুর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য এ সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত সভায় গৃহীত কিছু প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং নতুন প্রকল্প গ্রহণের বিষয়েও আলোচনা হবে। সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে গৃহীত সিদ্ধান্তসমূহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে ডাকসু সূত্রে জানানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ