জয়ের শতক-মুমিনুললের অর্ধশতকে ৫২ রানের লিডে বাংলাদেশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছে স্বাগতিক বাংলাদেশ। সকালে মাত্র ২.২ ওভার টিকে ১৬ রান যোগ করেই ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এরপর বাংলাদেশের ওপেনাররা দেখান দাপট। প্রথম ইনিংসে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের জুটিতে দল পায় মজবুত ভিত। এই জুটি যোগ করেন ১৬৮ রান, যা ম্যাচে বাংলাদেশের ব্যাটিং আধিপত্যের ভিত্তি রচনা করে।
অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম এবারও সেঞ্চুরির স্বপ্নে থেমে যান ৮০ রানে। ১০৪ বলে নয়টি চার ও এক ছক্কার ইনিংসে তিনি খেলেন আগ্রাসী ভঙ্গিতে। ক্যারিয়ারের একাধিকবার সেঞ্চুরি হাতছাড়া হওয়ার ধারাবাহিকতায় এটি যোগ হলো নতুন এক অধ্যায়। তবু তার ইনিংস দলের জন্য দৃঢ় সূচনা এনে দেয়।
অন্য প্রান্তে জয় খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস। ২৩৮ বল মোকাবিলা করে ১৬৯ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসে আসে ১৪টি চার ও চারটি ছক্কা। দক্ষিণ আফ্রিকার কিংসমিডে ১৩৮ রানের পর এটি তার দ্বিতীয় সেঞ্চুরি এবং ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ওপেনার হিসেবে ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় রয়েছেন তিনি।
শেষ সেশনে জয়কে সঙ্গ দেন মুমিনুল হক। তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারে জয় সেঞ্চুরি পূর্ণ করলে দ্রুত রান তোলায় মনোযোগী হয় দু’জন। ছক্কা মেরে ফিফটি স্পর্শ করেন মুমিনুল, যার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৮০ রান, পাঁচটি চার ও দুটি ছক্কা। দিনের শেষে বাংলাদেশ ৮৫ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে, হাতে নেয় ৫২ রানের লিড। জয়-মুমিনুলের অপরাজিত জুটিতে ১৭০ রানের অংশীদারিত্বে দিন শেষ করে বাংলাদেশ, যা তৃতীয় দিনের জন্য দৃঢ় অবস্থান নিশ্চিত করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।