ডেঙ্গুতে এক দিনে মৃত্যু ৫, নতুন ভর্তি ১ হাজার ১৩৯ জন

ডেঙ্গুতে এক দিনে মৃত্যু ৫, নতুন ভর্তি ১ হাজার ১৩৯ জন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৮৯ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ৫ জন ও সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ সময়ের মধ্যে ১ হাজার ৫১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৭৭ হাজার ৯৮৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার (১২ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩২৩ জনের মৃত্যু হয়েছে। তবে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। চলতি বছরের মৃত্যুর হার তুলনামূলক কম হলেও সংক্রমণের হার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের মশার প্রজননস্থল ধ্বংস এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। তারা জানিয়েছেন, সময়মতো চিকিৎসা গ্রহণ ও আক্রান্তদের পর্যাপ্ত বিশ্রামই ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ