নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা রন ডারমারের পদত্যাগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা রন ডারমার মঙ্গলবার (১১ নভেম্বর) তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত কয়েক মাস ধরেই তার পদত্যাগের বিষয়ে ইসরাইলি গণমাধ্যমে জল্পনা-কল্পনা চলছিল।
রন ডারমারকে নেতানিয়াহুর অন্যতম আস্থাভাজন বলে মনে করা হতো। তবে ইসরাইলের অভ্যন্তরে তিনি ছিলেন অত্যন্ত বিতর্কিত ব্যক্তিত্ব।
অনেকেই মনে করেন, ইরান এবং গাজায় ইসরাইলের আক্রমণে রন ডারমারের মদদ ছিল। তার বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের প্রতি পক্ষপাতের অভিযোগও রয়েছে।
তবে পদত্যাগপত্রে রন ডারমার তার সরে দাঁড়ানোর কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গে টেনে রন বলেছেন, "বর্তমান সরকারকে সংজ্ঞায়িত করা হবে ৭ অক্টোবরের হামলার আগে ও পরে শুরু হওয়া বহুমুখী যুদ্ধের পরিচালনা দ্বারা।"
রন ডারমার হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় ইসরাইলের প্রতিনিধিত্ব করেন। এছাড়া, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য যৌথ বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়েও সক্রিয় ছিলেন।
গত কয়েক মাস ধরেই রন সরকারের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন। এর আগে তিনি পরিবারকে প্রতিশ্রুতি দেন যে তিনি এই পদে মাত্র দুই বছর কাজ করবেন। তবে ইসরাইলের ইতিহাসের এক 'গুরুত্বপূর্ণ' সময়ে নেতানিয়াহুর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আরও কিছুদিন দায়িত্বে ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
৫৪ বছর বয়সী রন ডারমার দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ইসরাইলের দূত হিসেবে কাজ করার পর বর্তমান ইসরাইলি সরকারে যোগ দেয়।
রন ডারমারের পদত্যাগ প্রসঙ্গে ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।