দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক পদে নিয়োগ ৪১৬৬ জন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার (১২ নভেম্বর ২০২৫) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে মোট ৪,১৬৬ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের সারসংক্ষেপ
প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। দুই ধাপ মিলিয়ে সহকারী শিক্ষকের মোট ১০,২১৯টি পদে আবেদন চলছে।
যোগ্যতা ও শর্তাবলি
সহকারী শিক্ষক পদে আবেদন করতে প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
বিধিমালা অনুযায়ী তথ্য
চলতি বছরের ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে। পরবর্তীতে সংশোধিত বিধিমালায় “বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্তত” শব্দটি সংযোজন করা হয়েছে, ফলে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন।
অতিরিক্ত তথ্য
ডিপিই সূত্রে জানা গেছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১৩,৫০০ পদ শূন্য রয়েছে। নিয়োগ কার্যক্রম শুরু হলে শিক্ষক সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
আবেদন শুরু: ১৪ নভেম্বর ২০২৫ ইং সকাল ১০:০০ টা
আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৫ ইং বিকেল ৫:০০ টা
বিস্তারিত জানতে: https://www.dpe.gov.bd/
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।