দেশে এই প্রথম এইচএমপিভি রোগী শনাক্ত

দেশে এই প্রথম এইচএমপিভি রোগী শনাক্ত
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নতুন বছরের শুরু থেকে পূর্ব এশিয়ার দেশগুলোতে আতঙ্ক ও ভয় ভীত ছড়াচ্ছিলো হিউম্যান মেটানিউমো ভাইরাস ( এইচএমপিভি) চিনে প্রথম আত্মপ্রকাশের পরে জাপান ও মালোশিয়া হয়ে ভারত উপমহাদেশে ভাইরাসটির বিস্তৃতির খবর পাওয়া যায়। পরিশেষে দেশে প্রথমবারের মতো এইচএমপিভি আক্রান্ত রোগীকে সনাক্ত করা হয়।

আক্রান্ত রোগী হলেন একজন নারী। তিনি কিশোরগঞ্জের ভৈরব এলাকার বাসিন্দা বলে জানা গেছে। উল্লেখ্য, হিউম্যান মেটানিউমো ভাইরাস ( এইচএমপিভি) এটি একটি সংক্রামক রোগ যার সঙ্গে করোনার সাদৃশ্য মিল পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, করোনার মতই কাশি এবং হাঁচির মাধ্যমে ও আক্রান্ত রোগীর করমর্দন ও স্পর্শের মাধ্যমে এই ভাইরাস টি ছড়ায়।

ভাইরাসটি নিয়ে এখনেই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে অভিমত প্রকাশ করেছে রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। তারা বলছেন, রোগটিকে প্রতিরোধ করা সম্ভব ও এর প্রতিরোধ কভিডের প্রতিরোধের সাথে সাদৃশ্য রয়েছে। চীনের যে হাসপাতাল গুলোতে এইচএমভি আক্রান্ত রোগী ভর্তি রয়েছে, তাদের চিকিৎসায় সুনির্দিষ্ট কোন ঔষধ বা ভেকসিন ব্যাবহার না করে। লক্ষ্মণ দেখে প্রচলিত ওষুধ দেওয়া হচ্ছে।

রোগটি প্রতিরোধ ওর জন্য চিকিৎসকরা যেসব পরামর্শ দিয়েছেন তা হলো , নিয়মিত সাবান দিয়ে দিনে কয়েকবার হাত ধোয়া, আক্রান্ত রোগীর কাছ থেকে নিরাপদ দূরত্ব থাকা । কোনকিছু স্পর্শ করার পর হাত ভালোভাবে সাবান দিয়ে ধোঁয়া। শারীরিক অসুস্থতা বোধ করলে ডঃ পরামর্শ নেওয়া ও বাড়িতে অবস্থান করা।


সম্পর্কিত নিউজ