জবি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রী হলে উপহার সামগ্রী বিতরণ
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) এর একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে শাখা ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এই উপহার সামগ্রী প্রদান কর্মসূচি পালন করা হয়। হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরার হাতে এইসব উপহার সামগ্রী তুলে দেন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চারটি বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই এবং ইসলামিক বই, পাঁচশো প্লেট ও পাঁচশো মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, বারোশো সেনিটারি ন্যাপকিন এবং পঞ্চম ফ্লোরের জন্য পর্দা ও পাইপ।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ছাত্রীরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের পড়াশোনা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই ক্ষুদ্র প্রয়াস তাদের পাশে দাঁড়ানোর একটি প্রতীক। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।”
এসময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।