জকসু নির্বাচনের শৃঙ্খলার স্বার্থে ক্যাম্পাস থেকে সকল ধরনের ব্যানার অপসারণের নির্দেশ

জকসু নির্বাচনের শৃঙ্খলার স্বার্থে ক্যাম্পাস থেকে সকল ধরনের ব্যানার অপসারণের নির্দেশ
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে ক্যাম্পাসের শৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ঝুলানো ব্যানার সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে শৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণ কর্তৃক বিভিন্ন স্থানে ঝুলানো বা সাঁটানো ব্যানার, পোষ্টার, ফেস্টুন অদ্য ১৪ নভেম্বর  তারিখ সকাল দশটার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ