প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহসভাপতি ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন অধ্যাপক আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ অধ্যাপক রীয়াজ জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে ধারাবাহিকভাবে সংস্কার ও ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
উল্লেখ্য, অধ্যাপক আলী রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কমিশন রাষ্ট্রের শাসনব্যবস্থা পুনর্গঠন, সাংবিধানিক ভারসাম্য এবং জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব দেয়। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি করা হয়। কমিশনের সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জুলাই সনদ প্রণয়ন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও সংস্কার সংক্রান্ত প্রস্তাব প্রণয়নে অধ্যাপক রীয়াজের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় ও প্রভাবশালী। ৩১ অক্টোবর কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে জল্পনা ছিল। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তার নিয়োগকে সেই ধারাবাহিকতারই সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক ও একাডেমিক মহলে এটি অন্তর্বর্তী সরকারের নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় বিশেষজ্ঞ অংশগ্রহণ বৃদ্ধির ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।