জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
অন্যদিকে, হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ করা হচ্ছে, যার মূল্য ২৫০ টাকা। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত সময়ের পর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হবে না। মনোনয়নপত্র সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর (বৃহস্পতিবার, রোববার ও সোমবার)।
নির্বাচনের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, গত ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা যাবে, আর ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র বাছাই। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।
২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময় নির্ধারিত হয়েছে। এরপর ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৪, ৭ ও ৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চালানো যাবে ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। সবশেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।