আফগানিস্তান আর পাকিস্তান থেকে ওষুধ নেবে না
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন এবার স্বাস্থ্য খাতে গিয়ে ঠেকল। আফগানিস্তানের তালেবান সরকার ঘোষণা দিয়েছে—এখন থেকে পাকিস্তান থেকে কোনো ওষুধ আমদানি করা হবে না। ‘নিম্নমানের ওষুধ’ এবং সীমান্ত বাণিজ্যে ঘনঘন বিঘ্নের অভিযোগ তুলে দেশটি নতুন বিকল্প সরবরাহকারী দেশের সন্ধান শুরু করেছে।
সরকারি সংবাদমাধ্যম আলেমারাহ নিউজ জানিয়েছে, পাকিস্তানি ওষুধ সরবরাহকারীদের সঙ্গে থাকা সব চুক্তি তিন মাসের মধ্যে বাতিল করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় ঠিকাদারদের বিকল্প দেশ বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তালেবান প্রশাসনের কর্মকর্তারা বলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য আফগানিস্তানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা এবং স্থানীয় ব্যবসায়ীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে নতুন বাণিজ্য রুট ও অংশীদার দেশ খুঁজে বের করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
কাবুলে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে বৈঠকে উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার বলেন,
“পাকিস্তান থেকে নিম্নমানের ওষুধ আমদানি আমাদের স্বাস্থ্য খাতে একটি গুরুতর সমস্যা। এর ফলে প্রতিবছর শত শত মিলিয়ন ডলার দেশ থেকে বাইরে চলে যাচ্ছে।”
তিনি আরও সতর্ক করে দেন—সরকারি নির্দেশ অমান্য করে কেউ যদি পাকিস্তানের সঙ্গে ব্যবসা চালিয়ে যায়, তবে ভবিষ্যতে তাদের অভিযোগ গ্রহণ করা হবে না।
বর্তমানে আফগানিস্তান পাকিস্তান, ভারত, তুরস্ক ও বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগে দেশটির বার্ষিক ওষুধ আমদানির পরিমাণ ছিল প্রায় ১ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দুই প্রতিবেশি দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলবে, বিশেষ করে কান্দাহার সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার বন্ধ হয়ে গেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।