জকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪ জন

জকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪ জন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারজন প্রার্থী। তবে তারা কে কোন পদের জন্য ফর্ম নিয়েছেন তা জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শহীদ সাজিদ ভবনের নিচ তলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে জকসুর মনোনয়নপত্র সংগ্রহ করে তারা। এবারের মনোনয়নপত্র কেন্দ্রীয় শিক্ষার্থীদের মূল্য ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জকসু নির্বাচন কমিশনের সদস্য সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান বলেন, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে মোট ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। 
তবে ছাত্রী হল থেকে কোন নারী শিক্ষার্থী হল সংসদ নির্বাচনের উদ্দেশ্যে আজ কেউ মনোনয়ন পত্র গ্রহণ করেনি।

এরআগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আর আজ ১৩ নভেম্বর, ১৬ ও ১৭ নভেম্বর চলবে মনোনয়ন পত্র বিতরণ, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ও ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। এছাড়া তফসিল অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ