রাবিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক
- Author, রাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্বব্যাপী পালিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক- এর অংশ হিসেবে জলবায়ু সুরক্ষা নিশ্চিতকরণ, জ্বালানি নিরাপত্তা, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ, টেকসই কৃষিতে বিনিয়োগ এবং আর্থিক প্রণোদনা বৃদ্ধির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জলবায়ুবিষয়ক তরুণ সংগঠন ইউরিচ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) ক্লাইমেট স্ট্রাইকের ডাক দেয়। আয়োজনে সহযোগিতা করে অ্যাকশন এইড এবং ক্লাইমেট ফ্রন্টিয়ার।
ইউরিচের আহ্বানে সাড়া দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রিন ভয়েস, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।বিশ্ববিদ্যালয়ের তরুণ সংগঠক এবং জলবায়ু-সচেতন শিক্ষার্থীরা জলবায়ু ন্যায়ের দাবিতে একত্রিত হয়ে সচেতনতার বার্তা জানান।
ইউরিচের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান হৃদয় বলেন, জলবায়ুর ন্যায্যতার দাবিতে বিশ্বব্যাপী সংগঠিত তরুণদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউরিচ রাজশাহীতে জলবায়ু আন্দোলনের ডাক দিয়েছে। তরুণরা আজ তাদের সচেতন কণ্ঠস্বর দেশ ও বিশ্ব নেতৃবৃন্দের কাছে পৌঁছে দিতে একত্র হয়েছে। আমরা টেকসই পৃথিবী গড়তে সবাইকে নিয়ে বসবাসযোগ্য আগামীর পৃথিবী তৈরি করতে চাই।
গ্লোবাল স্ট্রাইকে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া আওয়াল তৃশা। তিনি বলেন,
জাস্ট ট্রানজিশন- এর সচেতনতা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। জলবায়ু প্রতিরোধ মূলত ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। আজকের তরুণরা এগিয়ে না এলে এই সচেতনতা গড়ে তোলা সম্ভব নয়।
উল্লেখ্য, ইউরিচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণদের প্রতিষ্ঠিত একটি সংগঠন, যা মানবাধিকার, লিঙ্গবৈষম্য, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য-সচেতনতা এবং সামাজিক সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। পাশাপাশি সামাজিক সমস্যা নিরসনে প্রাতিষ্ঠানিক গবেষণা এবং শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।