২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট পেল যে ৩০ দল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভিন্নধর্মী ও বিস্তৃত আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ৪৮ দলের এই মহাযজ্ঞ। বাড়তি দল, নতুন ফরম্যাট ও বিস্তৃত ভেন্যুর কারণে বিশ্বজুড়ে ফুটবলভক্তদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এরই মধ্যে ব্রাজিল–আর্জেন্টিনাসহ মোট ৩০টি দেশ নিজেদের জায়গা নিশ্চিত করেছে মূলপর্বে।
ইউরোপের শক্তিশালী কয়েকটি দল এখনও শঙ্কামুক্ত নয়। জার্মানি লুক্সেমবার্গের বিপক্ষে ২–০ গোলে জয়ের পরও বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি। নিক ভোল্টেমাডের জোড়া গোল সত্ত্বেও ইউলিয়ান নাগালসমানের দলকে শেষ ম্যাচে হার এড়াতে হবে। শেষ ম্যাচে পরাজিত হলে তাদের ভাগ্য নির্ভর করবে প্লে-অফের ওপর। একইভাবে পর্তুগালেরও টিকিট নিশ্চিত করতে প্রয়োজন শেষ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট।
অন্যদিকে নেদারল্যান্ডস প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্তপর্বে নাম লিখিয়েছে। সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডাচরা। সমান ম্যাচে পোল্যান্ডের সংগ্রহ ১৪ পয়েন্ট। গোল ব্যবধানেও নেদারল্যান্ডস যথেষ্ট এগিয়ে থাকায় লিথুনিয়ার বিপক্ষে শেষ ম্যাচটিকে আনুষ্ঠানিকতাই বলা হচ্ছে।
এ পর্যন্ত চূড়ান্তপর্ব নিশ্চিত করা ৩০ দল হলো: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, আলজেরিয়া, কাবো ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স এবং ক্রোয়েশিয়া।
বর্ধিত আসরের কারণে প্রতিযোগিতার উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বাকি দলগুলো নিজেদের জায়গা নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাচ্ছে, আর ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন বিশ্বকাপের চূড়ান্ত পূর্ণাঙ্গ তালিকা ঘোষণার।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।