বিবিসির বিরুদ্ধে ৬ লক্ষ কোটি টাকার মামলা করার ঘোষণা ট্রাম্পের

বিবিসির বিরুদ্ধে ৬ লক্ষ কোটি টাকার মামলা করার ঘোষণা ট্রাম্পের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিবিসির বিরুদ্ধে সর্বোচ্চ ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে হামলার আগে দেওয়া তার বক্তব্যের ভিডিও বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করার অভিযোগে বিবিসিকে সোমবার একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ট্রাম্পের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন, ওই সম্পাদনার মাধ্যমে প্রেসিডেন্টের মানহানি করা হয়েছে এবং এজন্য বিবিসির পক্ষ থেকে ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করা হয়। চিঠিতে শুক্রবারের মধ্যেই ক্ষমা ও ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হলেও বৃটিশ সংবাদমাধ্যমটি ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানালে ট্রাম্প মামলা করার ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, সম্ভাব্য মামলায় ১ থেকে ৫ কোটি ডলারের মধ্যে ক্ষতিপূরণ দাবি করা হবে। তিনি আরও জানান, ভুল তথ্য প্রচারের স্বীকারোক্তি দেওয়ার পরও বিবিসির ক্ষতিপূরণ না দেওয়া প্রতারণার শামিল। যুক্তরাজ্যের জনগণ এ ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের দাবি, বিতর্কিত সম্পাদনাটি ‘বিবিসি ভুয়া খবর ছড়ায়’ -এমন ধারণা সৃষ্টি করেছে।

তিনি জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্টারমার বিবিসির মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিলেও ট্রাম্পের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছেন। ট্রাম্প বলেন, সপ্তাহের শেষ দিকে তিনি আবারও স্টারমারকে ফোন করবেন।

এ ঘটনার জেরে ভিডিও সম্পাদনা নিয়ে সৃষ্ট বিতর্কের পর বিবিসির মহাপরিচালক ও শীর্ষ সংবাদ কর্মকর্তারা পদত্যাগ করেছেন। এছাড়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সামির শাহ প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে পাঠানো চিঠিতে ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করেছেন। বিবিসি জানিয়েছে, ভিডিও সম্পাদনার পদ্ধতি নিয়ে প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখিত হলেও মানহানির অভিযোগ আনার মতো ভিত্তি নেই।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ