২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (৯ নভেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে আগামী বছরের সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি এবং ঐচ্ছিক ছুটিসহ মোট ছুটির কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন, যা জাতীয় দিবস, ধর্মীয় অনুষ্ঠান ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ঘটনার ভিত্তিতে নির্ধারিত। পাশাপাশি নির্বাহী আদেশে আরও ১৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ঐচ্ছিক ছুটির ক্ষেত্রেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে ৯ দিন, খ্রিষ্টান পর্বে ৮ দিন, বৌদ্ধ পর্বে ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য মোট ২ দিনের ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে। একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এই ছুটি ভোগের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যথাযথভাবে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। তবে যেসব দপ্তরের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত, অথবা যেসব প্রতিষ্ঠান সরকার কর্তৃক অত্যাবশ্যক সেবা হিসেবে ঘোষিত, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থ বিবেচনা করে ছুটি নির্ধারণ করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারি কর্মচারীদের জন্য বছরে ছুটির সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ নির্দেশনা প্রদানই এসব সিদ্ধান্তের লক্ষ্য। এ ছুটির তালিকা সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে এবং কার্যক্রমের সুবিধার্থে আগাম পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ