সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সৌদি আরবে বাসস্থান, কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। গত এক সপ্তাহে এসব আইন লঙ্ঘনের অভিযোগে মোট ২২ হাজার ১৫৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
এসপিএর তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে ধরা হয়েছে ১৪ হাজার ২৭ জনকে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার দায়ে ধরা হয়েছে ৪ হাজার ৭৮১ জনকে, আর শ্রম–সম্পর্কিত বিধিনিষেধ ভঙ্গের জন্য গ্রেপ্তার হয়েছে আরও ৩ হাজার ৩৪৮ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ৯২৪ জনের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ ভিন্ন দেশের নাগরিক।
এ ছাড়া প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় ৩২ জনকে এবং অবৈধ প্রবেশকারীদের সহায়তা, যেমন পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ৩০ জনকে আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা, এমনকি সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।