আলেম-ওলামাদের নিয়ে মন্তব্য ব্যাপারে জামায়াত আমীর যে আহ্বান করলেন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দলীয় নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক করেন।
তার পোস্টে তিনি বলেন, যারা সত্যিকারের জামায়াতে ইসলামীর প্রতি অনুগত, তারা যেন কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে উদ্দেশ্য করে কোনো অশোভন মন্তব্য না করেন। তিনি মন্তব্য করেন, যদি কেউ এমন আচরণ করেন, তবে ধরে নেওয়া হবে তারা প্রকৃত অর্থে জামায়াতে ইসলামীকে ভালোবাসেন না।
ডা. শফিকুর রহমানের এই সতর্কবার্তাকে দলীয় শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ রক্ষার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।