এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ; যেভাবে জানতে পারবেন ফলাফল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে ফল ওয়েবসাইট ও এসএমএস, উভয় মাধ্যমে জানা যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শিক্ষা বোর্ডগুলোর এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তারিখ ও সময় জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুনঃনিরীক্ষণের ফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও প্রেরণ করা হবে। একই সঙ্গে অন্যান্য শিক্ষা বোর্ডও নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করেছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাচ্ছে। অনেক পরীক্ষার্থী অনলাইনে ফল সংগ্রহ করছে বলে বোর্ডগুলোর সার্ভার ও তথ্যপ্রযুক্তি বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। পুনঃনিরীক্ষিত ফল প্রকাশের পর শিক্ষার্থীদের ফল যাচাই করার আহ্বান জানিয়েছে শিক্ষা কর্তৃপক্ষ।
এ বছর খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার পরীক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে সর্বাধিক আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে পরীক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় পুনঃনিরীক্ষণের চাপও তুলনামূলক বেশি ছিল। অন্যদিকে সবচেয়ে কম আবেদন জমা পড়ে বরিশাল শিক্ষা বোর্ডে। বোর্ড কর্মকর্তারা জানান, আবেদনপত্র যাচাই ও পুনর্মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও মূল্যায়নকারী নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন উত্তীর্ণ হয়েছেন এবং পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী, যা মোট অংশগ্রহণকারীর ৪১ দশমিক ১৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।