কলম্বিয়ায় মাদকবিরোধী অভিযানে সাত কিশোর-কিশোরী নিহত

কলম্বিয়ায় মাদকবিরোধী অভিযানে সাত কিশোর-কিশোরী নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কলম্বিয়ার দক্ষিণ আমাজন অঞ্চলে মাদক পাচারবিরোধী অভিযানে দেশটির সামরিক বাহিনীর পরিচালিত বিমান হামলায় সাত নাবালকের মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। শনিবার (১৫ নভেম্বর) জাতীয় ন্যায়পালের কার্যালয় নিশ্চিত করেছে যে চলতি সপ্তাহে পরিচালিত এই বিশেষ অভিযানে নিহতরা সবাই কিশোর-কিশোরী।

ন্যায়পাল কার্যালয়ের প্রধান আইরিস মেরিন জানিয়েছেন, মাদক কারবারে জড়িত একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নির্দেশে। মাদক পাচার দমনে পর্যাপ্ত কঠোরতা না দেখানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বাড়তি চাপের মুখে থাকা পেত্রো সাম্প্রতিক সময়ে এসব গোষ্ঠীর বিরুদ্ধে দেশজুড়ে অভিযান জোরদার করেছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ছয় নাবালক নিহত হওয়ার কথা বলা হলেও পরবর্তীতে সংখ্যাটি সাত বলে নিশ্চিত হয়। এ ঘটনায় মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। সামরিক বাহিনী জানায়, ১০ নভেম্বর ভোরে আমাজন এলাকায় পরিচালিত ওই বিমান হামলায় এক সাবেক ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর ১৯ সদস্য নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে তিন নাবালককে উদ্ধারের দাবি করেছে সেনাবাহিনী।

এদিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির ভেনিজুয়েলা সীমান্তবর্তী আরাউকা প্রদেশেও অভিযান চালানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, সেখানে নয়জন সন্দেহভাজন গেরিলা সদস্যকে হত্যা করেছে সেনাবাহিনী। সামরিক বাহিনী এসব অভিযানের যৌক্তিকতা তুলে ধরে বলছে, নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকি বৃদ্ধি পাওয়ায় কঠোর পদক্ষেপ নেয়া ছাড়া উপায় ছিল না। প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজও বলেছেন, সৈন্যদের নিরাপত্তা ও স্থল পরিস্থিতির জটিলতা বিবেচনায় এ ধরনের অভিযান অনুমোদন করা হয়েছে।

মাদক পাচারের বিরুদ্ধে কলম্বিয়া সরকারের কঠোর অবস্থান ও একাধিক সাম্প্রতিক অভিযান দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে নতুন আলোচনায় এনেছে, যেখানে শিশু নিহতের ঘটনাটি বিশেষভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ