চীনা সাইবার হামলার ধ্বংসাত্মক ঝুঁকিতে অস্ট্রেলিয়া
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অস্ট্রেলিয়া এখন চীনের দিক থেকে 'বড় ধরনের ধ্বংসাত্মক সাইবার হামলার' আশঙ্কায় রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা ‘অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন’ (এএসআইও)-এর প্রধান মাইক বার্জেস।
এএসআইও প্রধান মাইক বার্জেস জানান, চীন সরকার ও সেনাবাহিনীর সঙ্গে জড়িত হ্যাকাররা অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করছে। তিনি সতর্ক করে বলেন যে, অস্ট্রেলিয়া এখন ‘বড় ধরনের ধ্বংসাত্মক সাইবার হামলার’ ঝুঁকিতে রয়েছে।
বিবিসি’র সংবাদে গোয়েন্দা প্রধানের বিবৃতি অনুসারে, এই ‘অভূতপূর্ব মাত্রার গুপ্তচরবৃত্তি’ আগামী পাঁচ বছরে দেশটিতে ‘সাইবার হামলার মাধ্যমে নাশকতা কর্মকাণ্ডের’ ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি অভিযোগ করেন, একটি রাষ্ট্র অস্ট্রেলিয়া ও এর বিভিন্ন মিত্রদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে প্রবেশ ও নজরদারির একাধিক চেষ্টা চালাচ্ছে। এসব হ্যাকারদের প্রধান লক্ষ্য হলো অস্ট্রেলিয়ার ‘পানি, পরিবহন, টেলিযোগাযোগ ও জ্বালানি নেটওয়ার্কের মতো সংবেদনশীল জায়াগায় প্রবেশ করা’ যাতে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি বা নাশকতা ঘটানো যেতে পারে।
এ বিষয়ে মন্তব্যের জন্য চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও বিবিসি কোনো সাড়া পায়নি।
বার্জেস আরও জানান, সংরক্ষিত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে গুপ্তচরবৃত্তির কারণে অস্ট্রেলিয়ার প্রায় ৮২০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এর মধ্যে এক বছরের মধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানি থেকে প্রায় ২০০ কোটি ডলারের ব্যবসায়িক গোপন তথ্য ও মেধা সম্পদ চুরি হয়েছে।
তিনি আরও মন্তব্য করেন, বর্তমানে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাগুলো আগের চেয়ে অনেক বেশি ‘অরাজকতা তৈরি ও নাশকতা’ করতে আগ্রহী হয়ে উঠেছে।
এই সতর্কবার্তা অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।