মধুখালীতে সড়ক দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত!

মধুখালীতে  সড়ক দূর্ঘটনায়  ২ মোটরসাইকেল আরোহী নিহত!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা খুলনা মহাসড়কের ছকনাকান্দিতে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত একজনের নাম বাঁধন কুমার দাস(২৭) তিনি ফরিদপুর শহরের শভারামপুর এলাকার বাসিন্দা সাধন কুমার দাসের ছেলে। অন্য জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। জানা গেছে, তারা ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী।

রোববার( ১২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা মুক্তা পরিবাহনেরএকটি গাড়ী বোয়ালিয়ার ছকড়িকান্দি নামক স্থানে পৌঁছালে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি সুকুজি জীকসার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই নিহত হয় দুই মোটরসাইকেল আরোহী।
ঘটনাওস্থলে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মো, সালাউদ্দিন জানান, বাস চাপায় মোটর সাইকেল আরহী দুজনেই ঘটনাস্থলে নিহত হয়েছেন । এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


সম্পর্কিত নিউজ