সাড়ে বারো কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি নয়ন তারাকে গ্রেফতার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া এলাকা থেকে আড়াই লক্ষ টাকা মূল্যের ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি মোছাঃ নয়ন তারা (৪০) কে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি ) রাতে পূর্ব নাখালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম
বুধবার (২৭ ফেব্রুয়ারি ) রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন নারী মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক কারবারি নয়ন তারাকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মুল্য দুই লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত নয়ন তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।