দক্ষিণ আফ্রিকার স্পিন ফাঁদে ঘরের মাঠে ভারতের লজ্জাজনক হার

দক্ষিণ আফ্রিকার স্পিন ফাঁদে ঘরের মাঠে ভারতের লজ্জাজনক হার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং–বোলিংয়ের চরম অস্থিরতার খেসারত দিয়ে দুই ইনিংস মিলিয়ে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে ভারত। মাত্র ১২৩ রানের লক্ষ্য সামনে পেয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয় ভারতীয় দলকে। ম্যাচের মধ্যাহ্ন বিরতির আগেই শঙ্কা স্পষ্ট হয়ে ওঠে, ১০ রানে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সিরিজের দুঃসহ স্মৃতি যেন ফিরে আসে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়। সাইমন হারমার ও কেশভ মহারাজদের স্পিন যাদুতে ৯৩ রানে অলআউট হয় ভারত। ফলে ৩০ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জয়ের উচ্ছ্বাসে ভাসে।

প্রথম ইনিংসে বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ১৫৯ রানে অলআউট করেও সুবিধা কাজে লাগাতে পারেনি সফরকারী দল। পরে ব্যাটিং বিপর্যয় ও দ্বিতীয় ইনিংসে স্পিনের সামনে চূড়ান্ত আত্মসমর্পণ করে ভারত ম্যাচটি ৩০ রানে হারায়।

ইনিংসের শুরুতেই মার্কো জানসেনের পেসে ইয়াশস্বী জয়সওয়াল (০) ও কেএল রাহুল (১) দ্রুত ফিরে গেলে ভারত চাপে পড়ে। এরপর ওয়াশিংটন সুন্দর ৯২ বল খেলে ৩১ রানে ইনিংস ধরে রাখার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় জুটি গড়তে পারেনি দলটি। ধ্রুব জুরেল ১৩ রান করলেও রিশভ পান্ত (২) ও কাপ্তান শুবমান গিল ইনজুরিতে অনুপস্থিত থাকায় ব্যাটিং লাইনআপ আরও দুর্বল হয়ে পড়ে। জাদেজা ১৮ ও আকসার প্যাটেল ২৬ রানে ক্ষণিক প্রতিরোধ গড়ে তুললেও হারমারের ৪ উইকেট এবং মহারাজের ২ উইকেটে ভারত পুরোপুরি ঢলে পড়ে।

ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিং প্রদর্শন করেন। তিনি ১৪ ওভারে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ধসিয়ে দেন। কাইল ভেরেইনি ও উইয়ান মুল্ডারের আংশিক প্রতিরোধ ছাড়া কেউই বড় ইনিংস গড়তে পারেননি। ফলে ৫৫ ওভারে ১৫৯ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ২ ও কুলদীপ যাদব ২ উইকেট নেন।

জবাবে ভারত প্রথম ইনিংসে সংগ্রহ করে ১৮৯ রান। কেএল রাহুলের ধীরস্থির ৩৯ রান, রিশভ পান্তের দ্রুতগতির ২৭ রান এবং ওয়াশিংটন সুন্দর ও রাভীন্দ্র জাদেজার সমান ২৭ রান দলকে এগিয়ে নেয়। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় স্কোর গড়তে পারেনি ভারত। হরমার ৪ উইকেট এবং জানসেনের ৩ উইকেট ভারতের ইনিংস আগেভাগে থামিয়ে দেয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ