জজের ছেলে হত্যার প্রতিবাদে চবিতে আইন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ
- Author, রাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ করেছে আইন বিভাগের শিক্ষার্থীরা। বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাঁদের পরিবারের নিরাপত্তাহীনতা তুলে ধরতে রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশনসংলগ্ন জিরো পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বিচারকদের পরিবারসহ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে বিচারব্যবস্থার স্বাধীনতা ও স্থিতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। একই সঙ্গে রাজশাহীর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
আইন বিভাগের শিক্ষার্থী রিয়াদ ইন্টেরিম সরকার ও প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করে বলেন, “বিচার বিভাগকে তুচ্ছ–তাচ্ছিল্য করা যাবে না; বিচার বিভাগই রাষ্ট্রের মেরুদণ্ড।” তিনি বিচার সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক বিক্ষোভে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, আইনের কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যবাধকতা। বিচার বিভাগকে শক্তিশালী করতে তিনি আলাদা নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান।
চাকসু আইন সম্পাদক রাব্বি তৌহিদ বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর বিচার বিভাগ ২০০৭ সাল পর্যন্ত কথিতভাবে স্বাধীন ছিল। এখনো বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠিত হয়নি।” তিনি বলেন, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা গেলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে।
চাকসু এজিএস হাবিবুর রহমান তৌফিক বলেন, “বিচারকের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।” তিনি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবে বিচার বিভাগের নিরাপত্তার দাবিতে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিচার বিভাগের নিরাপত্তা জোরদার এবং রাজশাহীর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।