চবিতে হামলার এক বছর পর এক নম্বর আসামি হানিফ গ্রেফতার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং রেলগেইট এলাকার কুখ্যাত যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকালের দিকে হানিফকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হানিফের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলা সহ তার বিরুদ্ধে ১০ টি মামলা রয়েছে ।
২০২৪ সালের জুলাই বিপ্লবের পর ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলেও জোবরা গ্রামসহ পুরো ফতেপুর ইউনিয়নে আধিপত্য বজায় রেখেছিলেন যুবলীগ নেতা হানিফ। তার অন্যতম সহযোগী ছিলেন ছোট ভাই ইকবাল, যিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
অভিযোগ রয়েছে গেল ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীদের সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা হানিফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে অন্তত চার শতাধিক শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় গেল ২রা সেপ্টেম্বর বিকেলে হাটহাজারী মডেল থানায় ৯৫ জনের নাম উল্লেখসহ আরো প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ মামলায় ১নং আসামী করা হয় যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে।
এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর) রাতে সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের একটি খাবারের দোকান ভাঙচুর করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেয় ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের স্থানীয় যুবলীগের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ হানিফ ও তার সহযোগীরা। হামলায় আহত হয় ৫ জন শিক্ষার্থী।
চবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনার পরপরই দেশব্যাপী ছাত্রজনতার আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।