পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনীঃ পাক সেনাপ্রধান

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনীঃ পাক সেনাপ্রধান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোরতম জবাব দেওয়ার বিষয়ে ভারতের প্রতি তাৎক্ষণিক হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, 'পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী' এবং তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন।

রবিবার (১৬ নভেম্বর) ইসলামাবাদে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে প্রেসিডেন্ট হাউসে আয়োজিত এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যোগদান শেষে সংবাদমাধ্যম ডেইলি জাংকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিল্ড মার্শাল মুনির এই হুঁশিয়ারি দেন।

গত মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের বিষয়ে ইঙ্গিত করে আকাশের দিকে আঙুল তুলে তিনি বলেন, "পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন।"
তিনি আরও বলেন, "মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে; এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী; তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন।"

উল্লেখ্য ওই সংঘাতের সময় দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক ও সৈন্য নিহত হন। পাকিস্তান সেসময় ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করে। ভারতের সঙ্গে এই যুদ্ধ শেষ হওয়ার পরপরই পাকিস্তান সরকার সংঘাতে নেতৃত্বদানের জন্য সেনাপ্রধান মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে।

পাকিস্তানের সেনাপ্রধান আরও উল্লেখ করেন, দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে মে মাসের ঘটনার মতোই কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
তিনি পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, ঈমানদাররা বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারেন; মে মাসে পাকিস্তান সেটি প্রমাণ করেছে।
এর পর তিনি সকলের কাছে পাকিস্তানের উন্নতির জন্য দোয়া চান এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ