আগামী বিপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ এক যুগের ধারাবাহিকতা ভাঙলেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টটির জন্মলগ্ন ২০১২ সাল থেকে প্রতিটি মৌসুমেই তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ব্যাটিং পারফরম্যান্স, নেতৃত্বগুণ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভূমিকার কারণে তামিমকে বিপিএলের অন্যতম মুখ হিসেবেই বিবেচনা করা হয়। তবে স্বাস্থ্যগত উদ্বেগ, প্রস্তুতির অভাব এবং দলগত অনিশ্চয়তার সমন্বয়ে এবার তিনি নিজেই সরে দাঁড়ানোর অনুরোধ জানান।
রোববার (১৬ নভেম্বর) ক্রিকবাজকে তামিম নিশ্চিত করেন যে আসন্ন বিপিএল ড্রাফট থেকে তার নাম প্রত্যাহারের আবেদন ইতোমধ্যে করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠেয় প্লেয়ার্স ড্রাফটে আর তিনি থাকছেন না। শাহরিয়ার নাফীসকে দেওয়া অনুরোধের বিষয়টি স্বীকার করে তামিম বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে খেলছি না। আমি অনুরোধ করেছি যেন আমার নাম ড্রাফট থেকে সরিয়ে দেওয়া হয়।”
গত মার্চ ২০২৪ সালে হৃদরোগজনিত সমস্যার পর মাঠে ফেরার প্রচেষ্টায় তামিম এখনও পুনর্বাসন এবং স্বাস্থ্যসুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তার শারীরিক অবস্থা ও প্রস্তুতির সীমাবদ্ধতা সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণকে জটিল করে তুলেছে।
এছাড়া তিনি গত দুই আসরে যে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন, সেই ফ্র্যাঞ্চাইজি এবার স্বল্প প্রস্তুতির কারণ দেখিয়ে বিপিএল থেকে সরে দাঁড়িয়েছে। এতে তামিমের অংশগ্রহণ অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। পাশাপাশি ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার আগ্রহও নতুন করে সামনে এসেছে। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার উদ্যোগের পর সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি সরে দাঁড়ান, যা তার ভবিষ্যৎ পরিকল্পনার দিকটি মাঠ ছাড়িয়ে প্রশাসনিক ক্ষেত্রেও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দেয়।
৩৬ বছর বয়সী তামিম প্রতিযোগিতামূলক ক্রিকেটে কবে ফিরবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে বিপিএল না খেলার সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি টানল, যে অধ্যায় দীর্ঘদিন ধরে তার নামের সঙ্গেই পরিচিত ছিল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।