২৮ বছর পর বিশ্বকাপ খেলবে আর্লিং হালান্ডের দেশ নরওয়ে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২৮ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। ১৯৯৮ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ফেরার আনন্দে ভাসছে দেশটি। ইতালির ঘরের মাঠ সান সিরোতে ৪-১ গোলের এক দুর্দান্ত জয়ে নরওয়ে নিশ্চিত করেছে আগামী বছরের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট।
এই জয়ের মাধ্যমে গ্রুপ আই থেকে পূর্ণ ২৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করে তারা। শুরু থেকেই গ্রুপ সেরা হিসেবে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্যে খেলতে নেমেছিল নরওয়ে। নয় গোলের ব্যবধানে হারলেই কেবল ইতালি এগিয়ে যেত; কিন্তু নরওয়ে ইতালিকে সেই সুযোগটুকু পর্যন্ত দেয়নি।
ম্যাচের শুরুতে ইতালি আক্রমণে এগিয়ে ছিল। পিও এসপোসিতোর গোলে ইতালি দ্রুতই লিড নেয়। তবে প্রথমার্ধ শেষে সেই লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই খেলার ধরন বদলে দেয় নরওয়ে। নুসার গোলে দলটি সমতায় ফেরে। এরপর দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড আবারও প্রমাণ করেন তার ধারাবাহিকতা। মাত্র দুই মিনিটের ব্যবধানে তার দুটি গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরে স্ট্র্যান্ড লারসেন চতুর্থ গোলটি করে নরওয়ের বড় জয়ে নিশ্চিত রূপ দেয়। বাছাইপর্বে মোট ১৬ গোল করা হালান্ড এবারও দলের যোগ্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন, যা তাকে আসন্ন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত খেলোয়াড়দের তালিকায় আরও এগিয়ে দিয়েছে।
অন্যদিকে, ইতালি আবারও কঠিন পরীক্ষার সামনে দাঁড়াল। গ্রুপে নরওয়ের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় হওয়ায় এখন তাদের প্লে-অফ খেলতে হবে। সাম্প্রতিক সময়গুলোতে দুর্বল পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি। শেষ দুটি বিশ্বকাপেও তারা বাছাইপর্ব উতরাতে পারেনি। সান সিরোতে কিছু দর্শক হতাশ হয়ে শেষ বাঁশি পর্যন্ত থাকলেও বিদায়ী মুহূর্তে দলকে সমর্থন জানিয়েছে। দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারা ইতালির জন্য সামনে থাকা প্লে-অফই হবে বিশ্বমঞ্চে ফেরার শেষ সম্ভাবনা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।