ছাত্রদলে যোগ দেওয়ার কারণ জানালেন খাদিজা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের কারণ ব্যাখ্যা করেছেন জবি ছাত্রদলের নবনিযুক্ত যুগ্ম-আহ্বায়ক খাদিজা। দুই বছর আগে, ২০২৩ সালের ১৬ নভেম্বর তার জামিনের ঘটনার কথা স্মরণ করে তিনি জানান, সে সময় তিনি বা তার পরিবার কেউই জামিনের খবর জানতেন না। এ জন্য তিনি সংশ্লিষ্ট স্যারকে সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন। ঠিক সেই দিনের স্মরণে দল তাকে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদিজা। দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তার ওপর দায়িত্ববোধ আরও বেড়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
ছাত্রদলে যোগদানের কারণ জানতে চেয়ে অনেকের কল পাওয়ার বিষয়টি উল্লেখ করে খাদিজা বলেন, বিভিন্ন সময় মানুষ জানতে চান কেন তিনি ছাত্রদলে সম্পৃক্ত হয়েছেন। তাদের উদ্দেশ্যে তিনি জানান, ৫ আগস্টের পূর্বে ছাত্রদল ছিল সবচেয়ে বেশি নিপীড়িত ছাত্র সংগঠনের একটি, আর ৫ আগস্টের পর সংগঠনটি শিক্ষার্থী-বান্ধব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, যা তাকে অনুপ্রাণিত করেছে। নারী হিসেবে তিনি ছাত্রদলের কাছে সম্মান, মর্যাদা এবং সহযোগিতার পূর্ণ আশ্বাস পেয়েছেন, যা তার রাজনৈতিক সিদ্ধান্তকে আরও দৃঢ় করেছে।
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল অন্যান্য শাখার তুলনায় ভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ এবং এই শাখার সাথে শিক্ষার্থীদের যে দূরত্ব রয়েছে, তা কমাতে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস করেন। এজন্য তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
এ ছাড়া বিভিন্ন সাংবাদিক তার কাছে জানতে চেয়েছেন, তাকে কি কোনো ভয়ভীতি, চাপ বা প্রভাবের মুখে সিদ্ধান্ত নিতে হয়েছে কি না। তিনি বিনয়ের সাথে জানান, সম্পূর্ণ স্বজ্ঞানে, বিবেচনায় এবং অনুপ্রেরণা প্রাপ্ত হয়েই তিনি ছাত্রদলে যুক্ত হয়েছেন। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ও সংগ্রামকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে খাদিজা বলেন, তিনি দেশের মায়েদের-বোনেদের আত্মত্যাগ ও আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চান এবং সবার দোয়া কামনা করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।