চারটি মামলার রায়ে হাসিনার ফাঁসি, একটি মামলায় আমৃত্যু কারাদণ্ড
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দীর্ঘ কার্যক্রম শেষে ৪৫৩ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। রায়ে ট্রাইব্যুনাল জানায়, শেখ হাসিনাসহ মামলার তিন আসামির বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে চারটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই রায়ে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায়ে বলা হয়েছে, অভিযোগগুলো পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, উসকানিমূলক বক্তব্য দিয়ে সহিংসতা উসকে দেওয়া, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।
ট্রাইব্যুনাল জানায়, আশুলিয়া ও চানখাঁরপুলের ঘটনাগুলো ছিল অত্যন্ত সংগঠিত ও নির্দেশনাপ্রাপ্ত হত্যাকাণ্ড। এসব ঘটনায় শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ও অনুমোদনের বিষয়টি সাক্ষ্য-প্রমাণে স্পষ্ট হয়েছে। এ কারণে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না বলে উল্লেখ করেন ট্রাইব্যুনাল।
রায়ের অংশবিশেষে বলা হয়, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর হত্যাযজ্ঞ চালানো মানবতাবিরোধী অপরাধের গুরুতর উদাহরণ। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের এই বেঞ্চ সর্বসম্মত মতামতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত কক্ষে আইনজীবী, মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।