ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন ঢাবির

ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন ঢাবির
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিম-এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে সকল একাডেমিক ও প্রশাসনিক পদ থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিষয়টি জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে বলে এতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিম-এর বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। তাকে গ্রেপ্তারের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করে। অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, অভিযোগ তদন্তের জন্য ইতোমধ্যেই বিভাগীয় পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদনও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আইন বিশেষজ্ঞদের কাছ থেকে ইতোমধ্যেই মতামত গ্রহণ করা হয়েছে। বিষয়টি অধিকতর খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন সেলের কাছে প্রেরণ করা হয়েছে। বিষয়টি জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ