চবির ৬০ বছর পূর্তি: হচ্ছে না হীরক জয়ন্তী অনুষ্ঠান
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
আগামী ১৮ নভেম্বর ৬০ বছরে পদার্পণ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। সাধারণত এ মাইলফলককে হীরক জয়ন্তী হিসেবে উদযাপন করা হলেও এ বছর বিশ্ববিদ্যালয়ে কোনো বড় আয়োজন থাকছে না। স্বল্প পরিসরের বিশ্ববিদ্যালয় দিবস পালনেই সীমাবদ্ধ রাখা হয়েছে পুরো আয়োজন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ তিন পদ উপাচার্য, উপ উপাচার্য (প্রশাসন) ও রেজিস্ট্রার এ মুহূর্তে চীন সফরে থাকায় প্রস্তুতিতেও প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে শিক্ষার্থীদের প্রত্যাশিত জাঁকজমকপূর্ণ হীরক জয়ন্তীর পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।
শিক্ষার্থীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫৯তম ব্যাচের শিক্ষার্থী সুপ্রভা বলেন, “৬০ বছর পূর্তি আমাদের জীবনের বিশেষ মুহূর্ত। হীরক জয়ন্তী উপলক্ষে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান বা অনন্য কিছু আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু যতটুকু দেখছি, আলোকসজ্জা ছাড়া তেমন কিছুই নেই।”
আরেক শিক্ষার্থী জানান, “শিক্ষামূলক ও স্মরণীয় কোনো অনুষ্ঠান নেই। এমন দিনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, অর্জন বা প্রাক্তনদের নিয়ে বড় কিছু আয়োজন করা দরকার ছিল।”
চাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জিহাদ হোসেন বলেন, “সুবর্ণ জয়ন্তীতে দুই দিনব্যাপী বড় অনুষ্ঠান হয়েছিল, বড় ব্যান্ড এসেছিল। আমরা চেয়েছিলাম হীরক জয়ন্তীতেও কিছু বিশেষ হোক। কিন্তু প্রশাসন নানা কারণে বড় আয়োজন থেকে সরে এসেছে, যা আমাদের জন্য হতাশাজনক।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, উপাচার্য হীরক জয়ন্তীকে বড় পরিসরে, দেশ–বিদেশের স্টেকহোল্ডারদের উপস্থিতিতে উদযাপনের কথা বলেছেন। “কম সময়, ব্যস্ততা ও উপস্থিতি নিশ্চিতের সমস্যার কারণে এ বছর তা সম্ভব হয়নি। ভবিষ্যতে আলাদা করে হীরক জয়ন্তী পালন করা হতে পারে,” বলেন তিনি।
১৯৬৬ সালে মাত্র ২০০ শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন ১০ অনুষদে ৫৪ বিভাগ নিয়ে বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক আন্দোলনসহ দেশের নানা গুরুত্বপূর্ণ ঘটনায়ও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
২০১৬ সালের সুবর্ণ জয়ন্তীতে চবি দুই দিনব্যাপী বড় আয়োজন করেছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাকটিকিট উন্মোচন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ওই আয়োজনে অংশ নেন প্রায় ১০ হাজার প্রাক্তন ও ২১ হাজারের মতো তৎকালীন শিক্ষার্থী।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।