রাসূল সা. কে কটুক্তির অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে, বিচারের দাবি শিক্ষার্থীদের

রাসূল সা. কে কটুক্তির অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে, বিচারের দাবি শিক্ষার্থীদের
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবী মুহাম্মদ সা.কে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এতে তার বিচার চেয়ে ফেসবুকে ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীসহ ছাত্রনেতারা।

অভিযুক্ত শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু হেনা মুরসালিন। তিনি ছাত্রদলের আগের কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।  

আজ সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ কটুক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে। নিজ আইডিতে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কেউ একজন বলেছিলো বিপ্লবী হওয়ার আগে প্রেমিক হতে হয়। এজন্যই মহানবী সা: এর মনে হয় চারটা বউ ছিল। কিন্তু আমার দরকার মাত্র একজন।’ পরে তিনি একটি হা হা রিয়াক্ট দেন। 

এ বিষয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তাকরিম আহমেদ বলেন, রাসুল (সাঃ) কে কটুক্তি যে-ই করুক, সহ্য করা যাবে না। সেটা সচেতন বা অবচেতন যেভাবেই করা হোক। রাসুল আমাদের সবকিছুর উপরে। আশা করি ছাত্রদল ব্যাপারটা দেখবে ঠিকমতো।

আরেক শিক্ষার্থী একেএম রাকিব বলেন, রাসুল (সাঃ) আমার নেতা, আমার পথপ্রদর্শক। তাঁকে নিয়ে কোনো ধরনের কটুক্তি হোক সচেতনভাবে বা অবচেতনভাবে কখনোই মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,  রহমাতুল্লিল আল আমিন রাসূল(সা:) কে নিয়ে কোন অশোভন, অমার্জিত এবং শিষ্টাচার বহির্ভূত ভাষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল গ্রহণ করে না। আরো বেশি দায়িত্বশীল না হলে ছাত্রদলের রাজনীতি করার সুযোগ হারাতে হবে। ছাত্রদল সব সময় ধর্মীয় অনুভূতিকে ধারণ করে রাজনীতি করে। কেউ ছাত্রদল করতে চাইলে তাকে অবশ্যই এটি মেনে চলতে হবে। যেহেতু সে ক্ষমা চেয়েছে তাই তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হচ্ছে। কেউ যদি না বোঝে যে কার নামে কি বলতে হয় তাহলে তাকে ছাত্রদল থেকে সরাসরি বহিষ্কার করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ