জাবিতে শেখ হাসিনার রায়কে স্বাগত জানিয়ে শিবিরের মিছিল
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
জুলাই গণঅভ্যুত্থানে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সেই রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। প্রকাশ্যে আসার পর এটাই সংগঠনের প্রথম নিজস্ব ব্যানারে আয়োজন করা মিছিল।
সোমবার(১৭ নভেম্বর) রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এর সামনের মহুয়া মঞ্চ থেকে শুরু হয়ে পদার্থবিজ্ঞান বিভাগ হয়ে বটে এসে মিছিলটি সমাপ্ত হয়।
মিছিল শেষে সমাবেশে সংগঠনটির সদস্য ও জাকসু এজিএস ফেরদৌস আল হাসান বলেন, আজকে খুনী শেখ হাসিনার রায় ঘোষণার রায় প্রত্যাখ্যান করে এক হাজার শিক্ষক বিবৃতি দিয়েছে বলে সংবাদমাধ্যমে এসেছে। সেখানে জাবির কিছু শিক্ষকের নামও আমরা দেখেছি। আজ রাতের মধ্যে এ বিবৃতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার না করলে তাদের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। বহিষ্কৃত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নিতে হবে।
সংগঠনটির দপ্তর সম্পাদক ও জাকসু সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, শেখ হাসিনার নিজের প্রতিষ্ঠা করা আদালতে তার বিচার সম্পন্ন হয়েছে। গণহত্যার দেড় বছরের মাথায় এই বিচার একটা বড় বিজয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে শেখ হাসিনা ভেবেছিল সব শেষ হয়ে যাবে কিন্তু নেতৃবৃন্দ সেদিন শেখ হাসিনাকে সতর্ক করেছিল। আজ শিবির এদেশে রয়েছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে আছেন। ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে শেখ হাসিনা আজ নিজেই নিষিদ্ধ।
তিনি আরো বলেন,শেখ হাসিনার ডিকশনারীতে দেশপ্রেম বলে কোনো শব্দ নাই।
জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় বাংলাদেশের জনগনের প্রাথমিক বিজয়। চূড়ান্ত বিজয় হবে সেদিন যেদিন এই রায় কার্যকর করা হবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক নায্যতার ভিত্তিতে হতে হবে। সেজন্য প্রথম শর্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে।
জাবিতে জুলাই হামলায় জড়িত শিক্ষক-শিক্ষার্থীদের বিচার ও দ্রুত শাস্তির দাবি করে তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচার নিয়ে টালবাহানা চলছে। দ্রুত এসব শিক্ষকের বিচার করা না হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবো আমরা।
এর আগে, ১৭ নভেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থান চলাকালে তিনটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।