কিয়ারা নিজেই খুশির খবর দিলেন, মা হতে চলেছেন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি এবং তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। এই সুখবরটি কিয়ারা নিজেই শুক্রবার ইনস্টাগ্রামে একটি আদুরে ছবি পোস্ট করে সবাইকে জানিয়েছেন। ছবিতে দেখা গেছে, সিদ্ধার্থ এবং কিয়ারা হাতের ওপর হাত রেখে একজোড়া ছোট্ট সাদা মোজা ধরে আছেন। ছবির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার, শিগগিরই আসছে।’
কিয়ারা এবং সিদ্ধার্থের প্রেমের গল্প শুরু হয়েছিল ‘শেরশাহ’ ছবির সেট থেকে। প্রায় দু-তিন বছর প্রেমের পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের দুই বছরের মাথায় এই দম্পতি এখন প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর শেয়ার করার পর থেকেই কিয়ারা এবং সিদ্ধার্থকে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউডের তারকা সহকর্মী এবং অনুরাগীরা। আলিয়া ভাট, নীতু সিং, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, একতা কাপুর, সোনাক্ষী সিনহা, ঈশান খট্টর, কৃতি খরবান্দা, রাকুল প্রীত সিং, রাশি খান্না, বিক্রান্ত ম্যাসি, শিল্পা শেঠিসহ অনেকেই এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্তঃসত্ত্বা কিয়ারা সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, যেখানে কালো রঙের ঢিলেঢালা পোশাকে তিনি সকলের নজর কেড়েছিলেন। এখন এই সুখবরের পর তার অনুরাগীরা আরও বেশি উচ্ছ্বসিত।
কিয়ারা এবং সিদ্ধার্থের এই সুখবর নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনুরাগীরা তাদের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে অসংখ্য মন্তব্য করেছেন। এই দম্পতির জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যা তাদের অনুরাগী এবং বলিউডের সহকর্মীদের জন্য একটি উৎসবের মতো।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।