আজ প্রকাশ হচ্ছে জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা প্রকাশের পর সকল সংশোধন, আপত্তি, বাদ–বাকি নিষ্পত্তি এবং নবীন ভোটার সংযোজন শেষে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আজকের তালিকায় ভোটারের সংখ্যা খসড়ার তুলনায় কিছুটা বাড়তে পারে।
গত ৩ নভেম্বর ইসি হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা অনুযায়ী দেশে মোট ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন নাগরিক ভোটার হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩০ জন ভোটার ছিলেন। আজ প্রকাশিতব্য চূড়ান্ত তালিকায় এই সংখ্যায় সামান্য পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
নতুন চূড়ান্ত তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, যেসব নাগরিক ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ফলে এরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ইসি সচিব আখতার আহমেদ বলেন, যোগ্য নতুন ভোটার যুক্ত হওয়ার মাধ্যমে চূড়ান্ত তালিকাকে আরও হালনাগাদ ও সঠিক করা হয়েছে। তিনি আরও জানান, তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের পরবর্তী ধাপ, যেমন কেন্দ্র তালিকা প্রস্তুত, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে।
ইসি কর্মকর্তারা মনে করছেন, আপডেট করা চূড়ান্ত তালিকা আগামী জাতীয় নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের তালিকা ঘোষণার পর নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে আরও গতিশীল হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।