ভারতীয় নাগরিকদের জন্য ভিসা বাধ্যতামূলক করলো ইরান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইরানে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয় নাগরিকদের অপহরণের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশটি সাধারণ পাসপোর্টধারী ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে। সোমবার তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, ২২ নভেম্বর থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে। দূতাবাস আরও জানায়, এখন থেকে ভারতীয় নাগরিকদের ইরানে প্রবেশ বা দেশটি হয়ে ট্রানজিট করতে হলে বৈধ ভিসা সংগ্রহ করতে হবে।
দূতাবাসের জারি করা ভ্রমণ পরামর্শে বলা হয়, বিভিন্ন অপরাধী চক্র ভিসামুক্ত সুবিধার সুযোগ দেখিয়ে ভারতীয়দের ইরানে যেতে উদ্বুদ্ধ করছিল। সেখানে পৌঁছানোর পর অনেককেই চাকরি বা ভ্রমণ এজেন্ট সেজে অপহরণ করা হচ্ছিল। ভিসামুক্ত ভ্রমণের এই অপব্যবহার রোধ করতেই ইরান সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
একই সঙ্গে ভারতীয়দের সতর্ক করা হয়েছে, ইরান হয়ে তৃতীয় দেশে যাওয়ার প্রলোভন দেখানো কোনো ব্যক্তিগত এজেন্টের সঙ্গে যোগাযোগ না করতে। ভ্রমণবিষয়ক এ ধরনের অফারের আড়ালে মানবপাচার ও অপহরণের ঝুঁকি রয়েছে বলেও দূতাবাস জানিয়েছে।
চলতি বছরের মে মাসে তেহরান ভ্রমণের পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাগরিক, হুশানপ্রীত সিং, জাসপাল সিং ও অমৃতপাল সিং ঘটনাটির পটভূমিতে বিশেষভাবে আলোচনায় আসে। পাঞ্জাবের এই তিন বাসিন্দা ১ মে তেহরানে পৌঁছানোর পরপরই পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তারা দুবাই ও ইরান হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তাদের ভ্রমণ পরিকল্পনায় যুক্ত হোশিয়ারপুরের এক এজেন্টও নিখোঁজ হন। পরিবারের সদস্যরা দাবি করেন, তিনজনকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছিল।
পরে জুনের শুরুর দিকে তাসনিম সংবাদ সংস্থা জানায়, তেহরানের দক্ষিণে ভারামিন এলাকায় পুলিশি অভিযানে তিন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। ভারতীয় দূতাবাস তাদের নিরাপদ উদ্ধার নিশ্চিত করে জানায়, তারা এখন দূতাবাসের তত্ত্বাবধানে আছেন এবং দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভিসামুক্ত প্রবেশ স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে এই পুরো ঘটনাপ্রবাহ জড়িত বলে কূটনৈতিক সূত্র মনে করছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।