নতুন পাঁচ সুবিধা গুগলের জেমিনি লাইভে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫ – গুগল কথোপকথনভিত্তিক এআই সেবা জেমিনি লাইভে যুক্ত করেছে পাঁচটি নতুন সুবিধা। নতুন আপডেটে ব্যবহারকারীরা কথোপকথন নিয়ন্ত্রণে আরও স্বাধীনতা পাবেন, পাশাপাশি কণ্ঠের ওঠানামা, ছন্দ ও স্বরের সূক্ষ্ম বৈশিষ্ট্যও এআই স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করতে পারবে।
জশ উডওয়ার্ড জানান, ব্যবহারকারীরা চাইলে ধীরে বা দ্রুত কথা বলার নির্দেশ দিতে পারবেন। গল্প বর্ণনায় চরিত্রভেদ, স্বর ও ছন্দ নিয়ন্ত্রণ উন্নত হয়েছে, এবং বিভিন্ন অ্যাকসেন্ট অনুকরণও সম্ভব হবে।
বিদেশি ভাষা শেখা, সাহিত্যপড়াশোনা বা চাকরির সাক্ষাৎকার অনুশীলনের ক্ষেত্রে জেমিনি লাইভ ব্যবহার উপযোগী পরামর্শ দেবে। গুগল দাবি করছে, এসব সুবিধা ব্যবহারকারীর আত্মবিশ্বাস ও যোগাযোগদক্ষতা বাড়াতে সাহায্য করবে।
আপনার প্রতিক্রিয়া জানান
❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।