নেতানিয়াহুকে গ্রেফতারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন মামদানি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্পর্কে তাঁর কঠোর অবস্থান আবারও স্পষ্ট করেছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা তিনি সম্মান করবেন এবং তা কার্যকর করার চেষ্টা করবেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এবিসি৭-এ সরাসরি সম্প্রচারে মামদানি নিউ ইয়র্ক সিটিকে "আন্তর্জাতিক আইনের শহর" হিসেবে উল্লেখ করে তিনি একথা বলেন।
তিনি বলেন, শহরটি ২০২৪ সালে আইসিসি কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধাস্ত্র হিসেবে অনাহার ব্যবহারের অভিযোগে জারি করা গ্রেফতারি পরোয়ানা অনুসরণ করবে।
মামদানি বলেন, ‘আমি বারবার বলেছি, এটি আন্তর্জাতিক আইনের শহর। আর আন্তর্জাতিক আইনের শহর বলতে আন্তর্জাতিক আইন রক্ষা করা বোঝায়। এর মানে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা রক্ষা করা- তা সে বেঞ্জামিন নেতানিয়াহু হোক বা ভ্লাদিমির পুতিন।‘
তিনি যোগ করেন, ‘আমরা বৈশ্বিক শহর হলেও নিউ ইয়র্কবাসী যা চায়, তা হলো আমাদের মূল্যবোধের ক্ষেত্রে ধারাবাহিকতা ও তার বাস্তবায়ন। তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের এই গ্রেফতারি পরোয়ানাগুলো সম্পূর্ণভাবে পরীক্ষা করা এবং এটি বাস্তবে রূপ দেওয়ার জন্য সব আইনি সম্ভাবনা খুঁজে দেখা জরুরি।‘
নির্বাচিত হওয়ার আগে অক্টোবর মাসে ফক্স নিউজ-এর 'দ্য স্টোরি' অনুষ্ঠানেও মামদানি এই অবস্থান ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, আইনি সুযোগ পেলে তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করবেন, কারণ নিউ ইয়র্ক "এ ধরনের নীতিকে সমুন্নত রাখতে চায়।"
তিনি জানান তিনি এর জন্য নতুন কোনো আইন তৈরি করবেন না এবং বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই কাজ করবেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিরক্ষর নই; আমি বিদ্যমান আইনের সীমার মধ্যেই থাকতে চাই। তিনি বলেন, আমি সব আইনি সম্ভাবনা ব্যবহার করব, নিজের আইন তৈরি করব না।‘
মামদানি যখন এই ঘোষণা দেন, ঠিক সেই সময়ে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইসরায়েলি নেতার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করছিলেন। ইজরায়েল হায়োম-এ দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাডামস প্রধানমন্ত্রীকে নিউ ইয়র্ক সফরের আমন্ত্রণ জানান এবং মামদানির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহিত করেন। অ্যাডামসের মতে, ১ জানুয়ারি সিটি কাউন্সিলের সামনে নেতানিয়াহুর উপস্থিতি "যুক্তরাষ্ট্রের বাইরে বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের জন্য শক্তিশালী বার্তা দেবে।"
১ জানুয়ারি অ্যাডামসের বিদায়ের পর জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব নেবেন।
এবিসি৭-এ সাক্ষাৎকারে মামদানি নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায়কে সুরক্ষা ও সমর্থনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।