ব্যক্তিগত শততম টেস্টে মুশফিকুর রহিমের অর্ধশতক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা একটি দৃঢ় অবস্থান গড়ে তুলেছে। বিশেষ করে ক্যারিয়ারের শততম টেস্টে মাঠে নামা মুশফিকুর রহিম দায়িত্বশীল ব্যাটিংয়ে উল্লেখযোগ্য অর্ধশতক তুলে দলকে স্থিতিশীলতা উপহার দেন। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দিনশেষে বাংলাদেশ ৬৩ ওভারে ৩ উইকেটে ২০২ রান সংগ্রহ করে।
ইনিংসের শুরুতে মাহমুদুল হাসান জয় ও শাদমান ইসলাম ৫০ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে ইতিবাচক সূচনা এনে দেন। তবে ১৩.৪ ওভারে শাদমান ৩৫ রানে ফিরে গেলে এবং ২৫.১ ওভারে জয় ৩৪ রান করে আউট হলে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ৮ রান করে বোল্ড হয়ে গেলে স্কোরবোর্ডে ৩ উইকেটে ৯৫ রান জমা হয়।
এরপরই দলের হাল ধরেন মোমিনুল হক ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনেই ধীরস্থির ব্যাটিংয়ে দলকে মধ্যাহ্নভোজের আগে এবং পরে স্থিরভাবে এগিয়ে নেন। মোমিনুল ১২৬ বলে ৬৩ রানে অপরাজিত থেকে ইনিংসের ভিত্তি শক্ত করেন। অন্যদিকে মুশফিকুর রহিম নিজের স্মরণীয় শততম টেস্টে ১১৩ বল মোকাবিলা করে ৫৭ রানের মূল্যবান ইনিংস খেলেন। তাদের ১০০ রানের জুটিতে বাংলাদেশ আবারো নিয়ন্ত্রণ ফিরে পায় এবং তিন উইকেট হারিয়ে শক্ত ভিত্তি গড়ে।
আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন ছিলেন সবচেয়ে সফল। ১৭ ওভারে ৪৮ রান দিয়ে তিনি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তবে অন্য বোলাররা তেমন সাফল্য না পেলেও রান লাগাম টেনে রাখার চেষ্টা করেন। মধ্যাহ্নভোজের আগে বাংলাদেশের স্কোর ছিল ১০০/৩, আর চা বিরতিতে স্কোর দাঁড়ায় ১৯২/৩।
দিনের শেষ সেশনে আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ২০০ রান অতিক্রম করে দ্বিতীয় দিনের জন্য বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি করে। মুশফিকের স্মরণীয় অর্ধশতক ও মোমিনুলের স্থির ব্যাটিং স্বাগতিকদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।