তিন দিনে তিনবার হারলো ভারতের তিনটি জাতীয় দল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিগত তিন দিনে ভারতের তিনটি জাতীয় দল তিন ভিন্ন ফরম্যাটে হারের মুখ দেখেছে। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের জাতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামে ভারত। ৫ দিনের টেস্ট তিন দিনেই শেষ হয় রবিবারে, যেখানে ভারত ৩০ রানে পরাজিত হয়। মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে গুটিয়ে যায়। স্পিন-বান্ধব উইকেটে দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার আট উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন। ব্যাটিং ব্যর্থতায় ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ভারত সিরিজের প্রথম ধাপেই বড় ধাক্কা খায়।
একই দিনে (রবিবার) দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ ‘বি’ ম্যাচে ভারত ‘এ’ দল পাকিস্তান ‘শাহিন্স’-এর কাছে ৮ উইকেটে পরাজিত হয়। ১৩৬ রানের টার্গেট দেওয়া ভারতীয় দল শুরু থেকেই ব্যাটিং চাপে ভুগে মাত্র ১৯ ওভারে অলআউট হয়। জবাবে পাকিস্তান যুবদল দ্রুতগতিতে রান তাড়া করে ৪০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানের মাআজ সদাকত ম্যাচসেরা হন।
অন্যদিকে, গতকাল এশিয়ান কাপ বাছাইপর্বে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কাছে ভারত জাতীয় ফুটবল দল হার মানে ১-০ গোলে। ম্যাচের ১১ মিনিটে শেখ মোরছালিনের গোলেই নির্ধারিত হয় ভাগ্য। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও গোলমুখে কার্যকর আক্রমণ গড়তে ব্যর্থ হয় ভারত। শেষ দিকে পেনাল্টি বিতর্ক ঘিরে উত্তেজনা সৃষ্টি হলেও সমতায় ফেরার সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। এর ফলে ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক জয় তুলে নেয়।
তিন ভিন্ন ভেন্যু, তিন ভিন্ন প্রতিপক্ষ; কিন্তু ফলাফল এক। ক্রিকেট, ফুটবল ও ‘এ’ দল, সব মিলিয়ে ভারতের তিনটি জাতীয় প্রতিনিধিদল তিন দিনে তিন প্রতিযোগিতায় পরাজিত হয়েছে, যা ক্রীড়া বিশ্লেষকদের নজরে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।