শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা চব্বিশের গনঅভ্যুত্থানের শহীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেছেন।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে তারা টাঙ্গাইলের ধনবাড়িতে সমাহিত শহীদ সাজিদের কবর জিয়ারত করেন। এসময় ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল সহ অন্যান্য প্রার্থীরা উপস্তিত ছিলেন।
এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল বলেন,আমাদের নির্বাচনী কাজ শুরু করার পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চব্বিশের আন্দোলনে শহীদ সাজিদ ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। তিনি বেচে থাকলে জকসুর উৎসবমুখর পরিবেশে তিনিও অংশ নিতেন। আমরা প্রার্থনা করি আল্লাহ যেনো তাকে বেহেশত নসিব করেন।
উল্লেখ্য,গত ১৭ নভেম্বর জকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা করা হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।