ইবির কলা অনুষদের বিভাগসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের অন্তর্ভুক্ত বিভাগসূহে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববদ্যালয়ের অ্যালামনাই ও কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেনের সহায়তায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বিভাগসমূহের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেনসহ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে শিক্ষাক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তারভীর হোসেন বলেন, 'লেখা-পড়ার পাশাপাশি আমরা যেন খেলাধুলাতে সক্রিয় থাকি। খেলাধুলা আমাদেরকে মাদক, মোবাইল আসক্তি মত ক্ষতিকর কার্যকলাপ থেকে দূরে রাখে। আজ যে ক্রীয়া সামগ্রী গুলো বিতরণ করা হলো, এগুলোর যেন উপযুক্ত ব্যবহার হয়, এগুলো যেন পরে না থাকে।'
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া মুখী করতে অ্যালামনাইদের এমন উদ্যোগকে প্রশংসা করে বলেন, 'প্রত্যেকটি কো-কারিকুলাম এক্টিভিটিতে অ্যালামাইদের অবদান থাকা প্রয়োজন।'
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'সঙ্গীত আমাদের মনের খোরাক জোগায় আর খেলাধুলা আমাদের দেহ ও মনের খোরাক যোগায়। খেলাধুলা আমাদেরকে সুস্থ রাখে। যাদের এবিষয়ে প্রতিভা আছে তারা যেন তাদরে প্রতিভাকে প্রয়োগ করতে পারে। আজ যে ক্রীড়া সামগ্রী গুলো বিতরণ করা হলো এগুলো যেন পড়ে না থাকে। শিক্ষার্থীরা পড়ালেখা ও খেলাধুলায় এগিয়ে যাক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশর সকল অঙ্গনে অবদান রাখবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।