ইন্দোনেশিয়ায় রমজান ও ঈদ উপলক্ষ্যে বিমান ভাড়া এবং মহাসড়কের টোল কমানো হয়েছে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রমজান ও ঈদ উপলক্ষ্যে বিমান ভাড়া ও মহাসড়কের টোল ফি কমানোর নির্দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের। পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে অভ্যন্তরীণ বিমান ভাড়া কমানোর পাশাপাশি বেশ কয়েকটি প্রধান মহাসড়কের টোল ফি হ্রাস করার নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। বিপুল সংখ্যক মানুষ যাতে এই সময়ে স্বাচ্ছন্দ্যে পরিবারের কাছে ফিরে যেতে পারেন, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১ মার্চ) বার্তাসংস্থা সিনহুয়া ও সংবাদমাধ্যম দ্য স্টার এই তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ায় শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে রমজান ও ঈদুল ফিতরে ইন্দোনেশীয়রা তাদের পরিবারের কাছে ফিরে যান। এই ঐতিহ্যবাহী ভ্রমণকে স্থানীয় ভাষায় ‘মুদিক’ বলা হয়। জাকার্তা ও সুরাবায়ার মতো বড় শহরগুলো থেকে ঈদের আগে বাড়ি ফেরার ভিড় তীব্র হয়। এ সময় ট্রেন স্টেশন, বিমানবন্দর এবং মহাসড়কগুলোতে যানজট ও ভিড়ের সৃষ্টি হয়।
প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী দুই সপ্তাহের জন্য অভ্যন্তরীণ বিমান ভাড়া কমানো হবে। পাশাপাশি প্রধান মহাসড়কগুলোর টোল ফিও হ্রাস করা হবে। তিনি বলেন, “মুসলিম সম্প্রদায় যাতে স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে এবং ঈদ উদযাপন করতে পারেন, সে জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে।”
এছাড়া, এবার ঈদুল ফিতর ও বালির ঐতিহ্যবাহী ‘ডে অব সাইলেন্স’ (নিয়েপি) একই সময়ে হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্টের মতে, মুদিকের সময় যাত্রীদের ভ্রমণ যাতে সহজ ও আরামদায়ক হয়, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ায় রমজান ও ঈদ উপলক্ষ্যে প্রতিবছরই লক্ষাধিক মানুষ পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাড়ি ফেরেন। এই সময়ে যানবাহন ও সড়ক ব্যবস্থার ওপর চাপ বৃদ্ধি পায়। এবার সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভ্রমণ সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।