শততম টেস্টে শতক হাঁকালেন লিটল মাস্টার মুশফিকুর রহিম
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচটি সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সকালটি উজ্জ্বল করেছেন। বিশ্বের একাদশ ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। টেস্ট ইতিহাসে এটি মাত্র দ্বাদশ ঘটনা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৯২ রান। আগের দিনের ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক তিন অঙ্কে পৌঁছাতে প্রয়োজন ছিল মাত্র একটি রান।
১৮৭ বলে ৫ চারসহ শতক পূরণ করেন মুশফিক, যিনি ইনিংসের প্রথম দিকের ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে স্থিরতা এনে দেন। তার সঙ্গে ক্রিজে থাকা লিটন দাস ৮৬ বলে ৪৭ রানে খেলছিলেন। দুজনের জুটিতে এসেছে ১৬০ বলে ৯০ রান। দিনের শুরুতে বাংলাদেশের শীর্ষ তিন ব্যাটসম্যান সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক ভালো শুরু পেলেও বড় ইনিংস গড়তে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই অঙ্কেও পৌঁছাতে ব্যর্থ হন।
ইনিংসের চাপে দলকে উদ্ধার করেন মুশফিক ও মুমিনুল, যাদের জুটিতে গড়ে ওঠে একটি মূল্যবান শতরানের পার্টনারশিপ। পরে লিটন দাসকে সঙ্গে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন মুশফিক, যা দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন এমন ক্রিকেটারদের তালিকায় রয়েছে বিশ্ব ক্রিকেটের একাধিক কিংবদন্তি। ১৯৬৮ সালে প্রথম এই কৃতিত্ব অর্জন করেন ইংল্যান্ডের কলিন কাউড্রে। পরে জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, আলেক স্ট্রুয়ার্ট, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার এই কীর্তি গড়েন। মুশফিকের নাম যোগ হওয়ায় তালিকাটি আরও সমৃদ্ধ হলো।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।