বগুড়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বগুড়া সদরে বাড়িতে ঢুকে মা-মেয়েকে এ এ এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাবগ্রামের মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে ছকিনা বেগম (৩৫)। বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
নিহতের স্বজনরা জানায়, রুবেল হোসেনের সঙ্গে ছকিনার বিয়ের ৭ বছর পর পারিবারিক কলহের জেরে গত ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। পরে শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। পরে মা-মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ছকিনা ও বেলা সাড়ে দশটার দিকে আনোয়ারার মৃত্যু হয়।
ওসি নাজমুল হক বলেন, ঘটনা ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে রক্ত মাখা রামদা উদ্ধার করে। তবে রুবেলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।