গোলাম আযম প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বৈধ ঘোষণায় জামায়াতের সন্তোষ প্রকাশ

গোলাম আযম প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বৈধ ঘোষণায় জামায়াতের সন্তোষ প্রকাশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ত্রয়োদশ সংশোধনীকে সংবিধানে বৈধ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থিওরির প্রবর্তক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম।’

এসময় তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যদি অতীতের মতো তত্ত্বাবধায়ক সরকারবিহীন এবং পাতানোভাবে অনুষ্ঠিত হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত। এহসানুল মাহবুব জুবায়ের উল্লেখ করেন, ‘তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত নির্বাচনগুলো ইতিহাসে কলঙ্কিত নির্বাচনের মর্যাদা পায়। তবে আজকের রায়ে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে।’

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচারী কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছিলেন। তাই এ রায়ের মাধ্যমে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার পথ সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জুবায়ের আরও বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখবে। তিনি দলের পক্ষ থেকে এ বিষয়ে সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল আচরণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতৃবৃন্দও এ রায়কে গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে এটি ইতিবাচক সংকেত হিসেবে মূল্যায়ন করেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ