ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি ঘোষণা
  • Author, ইবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭ বছরে পদার্পণকে সামনে রেখে আগামী ২২ নভেম্বর দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার (২২ নভেম্বর) ‘ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ব্যানারসহ সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট, আবাসিক হল ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সমবেত হবেন।
সকাল সাড়ে ১০টায় সকল হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী জাতীয় পতাকা উত্তোলন করবেন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের সূচনা ঘোষণা করা হবে।

উদ্বোধনী পর্ব শেষে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। দিনের শেষ পর্বে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একটি ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২১-২৩ নভেম্বর (৩ দিন) মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর ও ডায়না চত্বরে আলোকসজ্জিত করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান-প্রধান সড়কে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত করা হবে।  

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ