চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতাকে গণপিটুনি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি আবু জাফর ফাইট (৩৫) গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।গত শনিবার সন্ধায় চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা রজ্জু হয়েছে।
ইউনিয়নের সমন্তাহার গ্রামের কাঠ ব্যাবসায়ী রফিকুল ইসলাম বাবুর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আবু জাফরের বিরুদ্ধে। জানা গেছে, ব্যাবসায়ী রফিকুল মিনিগাড়ি গ্রামের মেহেদির গাছ কিনে নেন। সেই গাছ কাটাতে গেলে যুবলীগ নেতা আবু জাফর ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে তিনি ২২ হাজার টাকা দেন অবশিষ্ট টাকা না দিতে পারায় কাটা গাছ আটকে দেন আবু জাফর। এ নিয়ে তাদের ভিতরে কথা-কাটাকাটি হয় এক পর্যায়ে বাবুকে বেধম মারধর করেন। এ সময়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে । ও আবু জাফর কে ধরে গণপিটুনি দেন তারা।
এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আবু জাফর ফাইটারের বক্তব্য জানতে চাইলে তার মুঠোফোনে যোগাযোগ এর চেস্টা করলেও তাকে পাওয়া যায়নি।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।